Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

বিসিকের সেবা ও সুবিধাদি

 

  • শিল্প উদ্যোক্তা চিহৃিতকরণ।
  • বিনিয়োগ পূর্ব ও বিনিয়োগোত্তর পরামর্শ।
  • প্রকল্প ছক প্রণয়ণ।
  • শিল্প সংক্রান্ত সাধারণ ও প্রযুক্তিগত তথ্য।
  • প্রকল্প নির্বাচনে সহযোগিতা।
  • প্রকল্প মূল্যায়ন(কারিগরি, আর্থিক ও অর্থনৈতিক)।
  • শিল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা পরিচালনা।
  • বিনিয়োগ মূলধন সরবরাহ অথবা ব্যাংকের সহযোগিতায় মূলধনের ব্যবস্থাকরণ।
  • বিনিয়োগ মূলধনের সদ্ব্যবহার তদারকীকরণ।
  • শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ।
  • দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।
  • প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান।
  • দেশী ও বিদেশী কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের ব্যবস্থাকরণ।
  • আমদানী লাইসেন্সের ব্যবস্থাকরণ।
  • নকশা ও নমুনা উন্নয়ন ও বিতরণ।
  • পণ্য বিপননে সহয়তাকরণ।
  • শিল্প স্থাপনে অবকাঠামোগত সুবিধাসহ শিল্প নগরীতে উন্নতমানের জমি বরাদ্দ।
  • শিল্প ব্যবস্থাপনায় সবধরনের সম্প্রসারণমূলক সুবিধা প্রদান।
  • পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহৃিতকরণ ও তা সমাধানের পরামর্শ প্রদান।
  • বিপণন সম্পর্কিত সবধরনের তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং উদ্যোক্তাদেরকে চাহিদা মাফিক সরবরাহকরণ।

 

শিল্প নগরীতে শিল্প স্থাপনের জন্য বিসিক কর্তৃক  শিল্প উদ্যোক্তাদেরকে নিম্নোক্ত সুবিধাদি দেয়া হয়ে থাকে:-

 

  • ১০(দশ) বছর এর সহজ কিস্তিতে জমির মূল্য পরিশোধ অথবা এককালীন মূল্য পরিশোধ এর মাধ্যমে উন্নত শিল্প প্লট বরাদ্দ প্রদান:
  • বিদ্যুৎ সরবরাহের  সুবিধা।
  • বিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহের সুবিধা
  • কর অবকাশ সুযোগ প্রাপ্তিতে সহায়তা প্রদান
  • আমদানীকৃত মেশিনের উপর ২.৫০% রেয়াতী শূল্ক প্রদানের সুবিধা
  • কাঁচামাল আমদানীর ক্ষেত্রে সহায়তা প্রদান
  • শিল্প স্থাপনে কারিগরি ও বিপনন সহায়তা প্রদান
  • সাব- কনট্রাকটিং জোনে শিল্প স্থাপনে সুযোগ দান
  • শিল্প নিরাপত্তা সহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান